ফরিদপুর পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
373 বার দেখা হয়েছে
০
ফরিদপুর পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ফরিদপুর পৌরসভার উদ্যোগে দরিদ্র কমিউনিটির ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার হিসাব রক্ষক ফজলুল করিম আলাল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গভর্মেন্ট এন্ড মোবিলাইজেশন এক্সপার্ট মোঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মোট ১৯৮০টি পরিবারকে কম্বল প্রদান করা হয়।
প্রধান অতিথির ভাষণে মেয়র শেখ মাহতাব আলি মেথু বিগত দিনে এ প্রজেক্ট এর সফলতা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
তিনি আগামী দিনে নবনিযুক্ত মেয়র অমিতাভ বোসকে সব ধরনের সহযোগিতা করবেন বলে সভায় জানানো হয়।
তিনি বলেন প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন । তারা এখন স্বনির্ভর। তিনি প্রকল্পের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।