বোয়ালমারীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া একশ হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স। মঙ্গলবার (২৮.০৪.২০) দুপুর ১২টায় স্বাস্হ্য কমপ্লেক্স চত্বরে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০০ হতদরিদ্র পরিবারকে পরিচয় গোপন রেখে এ খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ ও স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি লবন খাদ্য সামগ্রী দেওয়া হয়।