গোপালপুরের বন্যা দুর্গত পাশে দাঁড়াতে ছোট মনির নৌকা বিতরণ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বন্যা দুর্গত এলাকায় মানুষের চলাচল সুবিধার্থে উপজেলার বিভিন্ন স্থানে নৌকা বিতরণ করা হয়েছে।
(২৫ জুলাই) রবিবার দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে উপজেলার বন্যাদুর্গত এলাকার পানিবন্দি মানুষের পারাপারের সুবিধার্থে,৫০টি নৌকা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জনাব ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই , উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম তালুকদার আরিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।