মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-২৮/০৮/২০২৩
আগামী জাতীয় নিবার্চনকে সামনে রেখে ফরিদপুরের প্রতিটি উপজেলায় যদি কেহ আইন-শৃঙ্খলার অবনতি এবং কোন এলাকার শান্তি বিনষ্টকারী করার কেহ চেষ্টা করেন তাহলে সে যে দলেরই হোন না কেন তার বিরুদ্ধে কঠোর হস্তে আইন প্রয়োগ করা হবে। গনতান্ত্রিক আন্দোলনে কোন বাধা নেই তবে আন্দোলনের নামে যদি কেহ জ্বালাও পোড়াও করে মানুষের ক্ষতি করতে চেষ্টা করে তাকেও প্রশাসন প্রতিহত করবে।
সোমবার ভাঙ্গা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ ষ্ট্রেডিয়ামে আয়োজিত জেলা কোর কমিটির সাথে ভাঙ্গা উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষাথী, মসজিদের ইমাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গনমাধ্যমকমর্ীসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
তিনি এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন, সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা একটি অন্যতম শহর। পদ্মাসেতুর কারনে এখন ভাঙ্গা অনেক উন্নত অথচ এখানে সম্প্রতি বেশ কয়েকটি অপ্রীতিক ঘটনায় যা ভাঙ্গা বাসির ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন করেছে। আধুনিক সভ্যতার এই যুগে এখনও ভাঙ্গাবাসি ঢাক ঢোল পিটিয়ে মাইকিং করে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। আর মাদকসহ চুরি ছিনতাই ডাকাতি, খুনের মত ঘটনা ঘটে। আমি জেলা পুলিশ সুপার, র্যাব অধিনায়ক ও গোয়েন্দা সংস্থার বাহিনীকে আরো সচেতন হতে জরুরী আহবান করছি। চরম সংকটে পড়া ভাঙ্গার আইন শৃঙ্খলাকে দ্রুত উন্নত করতে হবে। জাতীয় নিবার্চন ঘনিয়ে আসায় একটি মহল আইন শৃঙ্খলা নিয়ে চক্রান্তে লিপ্ত হচ্ছে। জরুরী ভিত্তিতে চিরুনি অভিযান পরিচালনা করে প্রতিটি গ্রামে গ্রামে তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করতে হবে। যার বাড়ী থেকে এসব অস্ত্র উদ্ধার হবে সেই পরিবারের সকলকেই প্রয়োজনে গ্রেফতার করে এলাকার শান্তি ফিরিয়ে আনতে হবে।
ভাঙ্গা উপজেলা নিবাহর্ী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানের আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা এনএসআইর যুগ্ন পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিয় দেব নাথ, র্যাব-১০ কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে,এম শা্ইখ আক্তার, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রমুখ।
অনুষ্টান শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে সন্মান সুচক ক্রেস তুলে দেন জেলা প্রশাসক এবং ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এক হাজার গাছের চারা রোপনের কর্মসুচী উদ্ভোদন করেন।
ছবিতে জেলা কোর কমিটির সাথে মতবিনিময় অনুষ্টানে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান