মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গ্রামে আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন সালথা এর সার্বিক তত্ত্বাবধানে তিন শতাধীক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ ইদ্রিস আলী মোল্লা, বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আবু আহাদ মিয়া, আফ্রিকা প্রবাসী মোঃ গোলাম মোস্তফা, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেলাল রেজা প্রমুখ।
আমেনা- রশীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইদ্রিস আলী মোল্লা সাংবাদিকদের বলেন, আমেনা- রশীদ ফাউন্ডেশন ও ঢাকা রোটারী ক্লাব ইস্ট এর সহযোগীতায়, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, কোভিড-১৯ প্রার্দুভাবের কারনে সরকারী বিধিনিষেধ এর প্রতি শ্রদ্ধা রেখে ও স্বাস্থ্য বিধি মেনে প্রতিবছরের ন্যায়, এলাকার দুঃস্থ অসহায় ৩ শত শীতার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
আমেনা-রশীদ ফাউন্ডেশন অসহায় দুঃস্থদের পাশে অতিতে ছিলো, এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে মহামারী করোনা প্রতিরোধে এগিয়ে আসার ও স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।
২৮ জানুয়ারি ২০২২