• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পাঠদানে সরকার বদ্ধপরিকর -নিক্সন চৌধুরী এমপি

মোঃ রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৮/৭/২২ ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পাঠদানে সরকার বদ্ধপরিকর। এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক ভবন নির্মাণ করে দিয়েছেন বর্তমান সরকার। শিক্ষার্থীদের এখন আর ভাঙাচোরা ভবনে ঝুঁকির মাঝে পাঠদান করতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে অধিকতর গুরুত্ব দিয়ে এ বছরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করেছেন। এখন দেশের প্রতিটি স্কুলেই আধুনিক কম্পিউটার ল্যাব ও কারিগরি শিক্ষার যন্ত্রপাতি সরবরাহ করেছে বর্তমান সরকার। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুটি ভবন উদ্বোধন কালে এসব কথা বলেন এমপি নির্জন চৌধুরী। তিনি এ সময় আরো বলেন, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় চারতলা ও তিন তলা দুটি ভবন উদ্বোধন করাতে এখানকার শিক্ষার্থীদের আর কষ্ট করে পাঠদান করতে হবে না ।। এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন প্রতিটি শিক্ষার্থীকেই নিজের সন্তানের মত যত্ন করে পাঠদান করতে কোন ধরনের অবহেলা যেন না হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল আহমেদ, জেলা পরিষদের সদস্য শাহিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।