হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৩ উপলক্ষে ফরিদপুরে জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান।
এছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাড. চিরঞ্জিত রায়, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দত্ত, পৌর কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
তাং : ২৮-০৯-২০২৩ ইং