নগরকান্দায় কর্মহীনদের মাঝে কে এইচ আর ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন
শওকত আলী শরিফ নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন ১৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কে এইচ আর ( কাজী হাবিবুর রহমান) ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।
কে এইচ আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুইজারল্যান্ড প্রবাসী কাজী আসাদুজ্জামান এর অথার্য়নে মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দার জুঙ্গুরদী কাজী ভিলা চত্বরে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কে এইচ আর ফাউন্ডেশনের সহ সভাপতি কাজী মনিরুজ্জাান , কে এইচ আর ফাউন্ডেশনে সাধারন সম্পাদক শওকত আলী শরীফ, সহ – সাধারণ সম্পাদক রেজাউল আলম খান রিজু, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাইফুর ইসলাম সাইফ, ইলিয়াছ মাতুব্বর, রাবু কাজী, মিন্টু মোল্লা, মামুন মাতুব্বর, মাহমুদ মাতুব্বর, প্রমুখ।