সাভার ও ধামরাই উপজেলার ছয়টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক নিম্নঅঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে সড়কসহ ফসলি জমি। এতে চরম বিপাকে পরেছে খেটে খাওয়া মানুষ।
সাভারের শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ক্রমস বৃদ্ধি পাচ্ছে পানি সেই সাথে তলিয়ে যাচ্ছে নিম্নঅঞ্চলের রাস্তা-ঘাট, বাজার, স্কুলসহ ফসলি জমি।
খোঁজ নিয়ে জানা গেছে, সাভার উপজেলার ভাকুর্তা, তেঁতুলঝোরা, কাউনদিয়া, স্বনির্ভর ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকার নিম্নঅঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সেই সাথে ধামরাই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে৷
জানা গেছে, সাভার ও ধামরাই উপজেলা তুরাগ নদী, ধলেশ্বরী নদী, বুড়িগঙ্গা নদী, বংশী নদী, গাজীখালী নদী ও কাকিলাজানি নদী ঘিরে থাকায় সব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীগুলোর আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে।
এসব এলাকায় পানির তীব্র স্রোত রাস্তা উপচে চলাচল করতে পারছে না মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যোগাযোগের মাধ্যম হয়ে দাাঁড়িয়েছে ছোট ছোট ডিঙ্গি নৌকা। এসব ডিঙ্গি নৌকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করছেন এলাকাবাসী।
ধামরাই রোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু তার এলাকার মানুষের দুর্ভোগ তুলে ধরে বলেন, আমার এলাকার পাশ দিয়ে ধলেশ্বরী নদী বয়ে গেছে। সেই সাথে ইউনিয়নটি অনেক এলাকা নিম্নঅঞ্চল। সে কারণে আমার ইউনিয়নের পাঁচ ভাগের প্রায় চার ভাগ এলাকায় এখন পানির নিচে। আমার ইউনিয়ন কৃষি নির্ভর হওয়ায় এখানে অনেকে সবজি চাষ করে সংসার চালায়। বন্যার কারণে অনেক সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে। আমি উপজেলা পরিষদের কাছে বিস্তারিত জানিয়েছি বন্যাকবলিত মানুষের জন্য সহযোগিতা করার জন্য।
সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ বলেন, আমাদের শিমুলিয়া অঞ্চলটির ভূমি অন্যান্য এলাকার তুলনায় একটু নিচু। সেই সাথে পাশ দিয়ে একটি নদীও বয়ে গেছে। সেই থেকে নদীর পানি একটু বৃদ্ধি পাওয়ায় এ এলাকার এক তৃতীঅংশ পানির নিচে ডুবে গেছে৷ আমার এলাকার মানুষ জরুরি প্রয়োজনে এখন নৌকা দিয়েই বেশি চলাচল করছে।
এ বিষয়ে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ একরামুল হক বলেন, আমরা শুনেছি সাভারের কয়েকটি নদীর পানি অনেক বেড়েছে। এতে সাভারের নিম্নঅঞ্চলের বিভিন্ন এলাকায় পানি ঢুকে গেছে৷ আমরা আমাদের সকল ইউনিয়নের চেয়ারম্যানেদের কাছে বন্যার পানির অবস্থা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছি।
বন্যা সংক্রান্ত তথ্য জেনে তারপর প্রতিবেদককে জানাতে চেয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান। তিনি বলেন, আমি বদলিয়ে হয়ে গিয়েছি। আগামীকাল নতুন ইউএনওকে আমার সব দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে যাবো। বন্যার তথ্য পরে আপনাকে জানাচ্ছি।