সুমন ভূইয়া সাভারঃ
ঢাকার ধামরাইয়ের উত্তর চরচৌহাট এলাকার এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে চর চৌহাট এলাকার বাদশা মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮এপ্রিল ) ভোরে উপজেলার চর চৌহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক ইনচার্জ রাসেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। আইসি রাসেল মোল্লা জানান, সোমবার প্রতিবন্ধী নারী তার ফুপা জসিম উদ্দিনের বাড়িতে যাওয়ার সময়। স্থানীয় সৌদিআরব প্রবাসী গৃহবধূর স্বামী বাদশা মিয়া ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ওই প্রতিবন্ধী নারীকে তার নিজের বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।
এই ঘটনায় ধর্ষণের শিকার নারীর পিতা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন ২০০০, সংশোধিত ২০০৩-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার পর বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।