মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রাম্য দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য রফিক মাতুব্বর ও সাবেক ইউপি সদস্য আজিজ মোল্লার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলপক্ষ নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, ইটপাটকেল, ঢাল, সড়কি নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় তিন ঘন্টা চলে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৪