কুমিল্লা উত্তর জেলা বিএনপির মহিলা সভানেত্রী ও সাবেক দেবীদ্বার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম ও তার স্বামী পল্লী চিকিৎসক ডাঃ মোঃ সাফি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্প্রতিবার দুপুরে ওই বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন আহমেদ ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরুজ্জামান।
গতকাল বুধবার নতুন ১১ জন পজেটিভ’র মধ্যে সুফিয়া বেগম ও তার স্বামীর পজেটিভ আসে।
তবে ২৮-০৫-২০২০ইং
তারিখ দুপুর পর্যন্ত কোনো আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
ওই দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির বলেন- ইউছুবপুর ইউনিয়ন পৈরাংকুল গ্রাম আক্রান্তের বাড়ি লকডাউনসহ তাদের শিশু ছেলে- মেয়ে সহ পরিবারের অনেকের সিম্পল সংগ্রহ করা হয়েছে, স্বামী-স্ত্রী উভয়কে একই ঘরে রাখা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন-দিন বিশ্বজুড়ে যেমন বেড়ে চলেছে তেমনি কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় জেলার শীর্ষে।
জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায় বৃহস্পতিবারে নতুন করে পুরো জেলায় ৭০ জন আক্রান্তসহ মোট আক্রান্ত-৭৮১জন। তবে নতুন মৃত্যু বরন ও সুস্থ হয়নি। মোট মৃত্যু বরন করেন-২৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেন মোট-১০০জন এরই মধ্যে দেবীদ্বারে উপজেলা আক্রান্ত-১৩৯জন, মৃত্যু-১০জন, করোনায় যুদ্ধে ৮ পুলিশ সদস্যসহ জয়ী হন- ২৫ জন।
বাকী ৯৭ জন আছেন নিজ বাড়ি হোম আইশোলেসনে, ৩ জন ঢাকায়, ১ জন কুমিল্লা সিএমএইচে এবং ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন ভর্তি ইউনিটে।
ওই দিকে আজ জেলার নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগর-১৫ জন, বুড়িচং-২০, চান্দিনা-১৭ জন, আদর্শ সদর-৬জন, লাকসাম-৬জন, লালমাই-২জন,হোমনা-২ জন,কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে-২ জন।