কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল পালিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলাইরচর চৌরাস্তা জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি, বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক ও ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুফতি রাকিবুল হাসান রাকিব। এসময় মহানবী (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আলোচনা পেশ করেন, আলফাডাঙ্গা থানা জামে মসজিদের খতিব মোল্যা আব্দুর রহমান, ধলাইরচর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম, মাগুরা জামে মসজিদের ইমাম মাওলানা আবু মুসা, ধলাইরচর চৌরাস্তা জামে মসজিদের ইমাম সাহেব আলী ও মাওলানা মারুফ শেখ প্রমুখ। বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে।
এরপর দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলফাডাঙ্গা স্কুল জামে মসজিদের খতিব মাওলানা বরকত আলী। সবশেষে তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।