কে এম রুবেল, ফরিদপুর
“ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর বাস্তবায়ন অগ্রগতি, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও চ্যালেঞ্জ উত্তরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে সোমবার দুপুরে ইনস্টিটিউটের হল রুমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ।
সেমিনারে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো: আয়াতুল ইসলাম।
সেমিনারে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শাহ্ সেকেন্দার, মো: মুজিবুর রহমান, এস এম ইসাহাক, রিয়াজ হোসেন, মো: রেজাউল করিম, মো: আনোয়ার
হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশ গ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ড. মো: আয়াতুল ইসলামবলেন,বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি অধিকতর গুরুত্ব প্রদান করেছেন। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরি হচ্ছে। বর্তমান সরকার সরকারি ও বেসরকারি খাতে
কারিগরি শিক্ষার যথেষ্ট সম্প্রসারণ করেছে।