এম এ আহমেদ আরমান,ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগঃ
হাটহাজারী উপজেলার ধলই ও গুমানমর্দ্দন ইউনিয়নে মহামারী করোনা’র কারণে ঘরবন্দী দু:স্থ-গরীব-কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। (২৭ এপ্রিল) সোমবার সকালে ধলই ইউনিয়ন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে ও গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাউল, ডাল, তৈল, সাবান ও মাক্স হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ সালাম।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য শওকত আলম, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান শহীদ চৌধুরী মিলন, এস.এম নোমান, আলী আবরাহা দুলাল, শরীফ বাবু, জাফর খান, ওবাইদুল হাকিম, সেকান্দর মিয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মামুন উদ্দিন, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা আ:লীগ নেতা মাষ্টার মো: মুছা, ইউনিয়ন আ:লীগ সাধারণ সম্পাদক মো: ফোরকান, দেলোয়ার হোসেন, তৌহিদুল আলম চৌধুরী, ডা. শফিউল আলম, নেপাল বড়–য়া, মো: ইয়াছিন, নাছির উদ্দিন, জানে আলম মেম্বার, খোরশেদ আলম, মো: সোলাইমান, নাছির উদ্দিন, জামাল উদ্দিন, নুরুল আবচার, মশিউর রহমান, জাহাঙ্গীর আলম, সৈয়দ মো: জাহেদ, জয়নাল আবেদীন, শফিউল আজম, সরোয়ার, বিন্দু বড়ুয়া, দিদারুল আলম, আব্দুল আলম মানুন জয়, মো: রায়হান, মো: শহীদ, মো: মিজান, রাসেল, মোরশেদ, এরফান, মো: তাসিন প্রমুখ।
ত্রাণ হস্তান্তরের সময় এম.এ সালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকতে একজন মানুষও না খেয়ে কষ্ট পাবে না ইনশাআল্লাহ। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষরা কষ্টে দিন যাপন করছেন। তিনি জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের কাছে হস্তান্তরকৃত ত্রাণ সামগ্রী শারিরীক দুরত্ব বজায় রোখে প্রকৃত অসহায় মানুষের ঘরে পৌঁছে দিতে বলেন। তিনি বলেন, সিয়াম সাধনার মাস ‘রমজান’ ত্যাগের মহিমায় আত্মশুদ্ধির এই মাসে গরীব ও কর্মহীন মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী কিছুটা হলেও স্বস্তিতে রাখবে। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।