• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুর জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরীদের অংশ গ্রহণ বিষয়ে সুশিল সমাজ ও সেবা প্রদান কারী সংস্থার সমন্বয় এক মতবিনিময় সভা বুধবার সকালে শহরের আলীপুরে বিএফএফ এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেন্টার ফর ভিলেজ ডেভেলপমেন্ট ( বিসিভিডি) এর উদোগে ও ব্রাক এর সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসেন। বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার কাউন্সিল আনিসুর রহমান চৌধুরী সাবুল।

এসময় আরো বক্তব্য রাখেন এফডিএ এর নিবার্হী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম,আভার নিবার্হী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, পথকলি সংস্থার নিবার্হী পরিচালক মোঃ বিলায়েত হোসেন, রাসিনের নিবার্হী পরিচালক আসমা আক্তার মুক্তা,ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী,পিডাভ্লুর নিবার্হী পরিচালক হাফিজুর রহমান ,ব্র্যাক জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, কবি মোঃ আরিফুল ইসলাম,ঈশান ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর ভিলেজ ডেভেলপমেন্ট (বিসিভিডি) চীফ কো-অর্ডিনেটর মুহম্মদ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশু নিযার্তন বন্ধে সামাজিক আন্দোলন ও পরিবারের মধ্যে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।