• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার দুই যুবক নিহত, পরিবারে চলছে শোকের মাতম

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৮/৮/২০২৪
সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মত্যু হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই যুবকের। এমন খবরে ওই দুই পরিবারে চলছে শোকর মাতম, দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা। নিহতরা হলেন, উপজেলার পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের একমাত্র ছেলে লিয়ন ফকির (২৬) ও তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে নাজমুল শেখ (২৫)।
আজ বুধবার দুপুরে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টায় সৌদি আরবে কাজ শেষে মাইক্রোবাস যোগে বাসায় ফেরার পথে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস থাকা ৭ যাত্রীর মধ্যে লিয়ন সহ মারা যায় ৬ জন এবং গুরুত্বর আহত হয় নাজমুল শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) নাজমুলও মারা গেছে বলে তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউর রহমান নিশ্চিত করেছেন।
তাঁদের মধ্যে গত ১১ মাস আগে বড় বোনের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান লিয়ন ফকির। সেখানে নিজের ভগ্নিপতির (বোন জামাই) ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শুরু করন। তাঁকে রেখে গত একমাস আগে ছুটিতে দেশে আসেন বোন ও ভগ্নিপতি। এরমধ্যেই গত শনিবার খবর আসে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে লিয়ন। এমন খবর ও স্বজনদের আহাজারিত আকাশ-বাতাস ভাড়ি হয় উঠে লিয়নের বাড়িতে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তাঁর বাবা-মা। লিয়ন তিন বোনের মধ্যে সকলের ছোট।
নিহত লিয়ন ফকিরের মামা পৌর সদরের বাসিন্দা মোঃ লেবু মিয়া জানান, ১১ মাস আগে সৌদি আরবে যান লিয়ন ফকির। শনিবার রাতে নাইট ডিউটি করে ভোর রাতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের গাড়িত থাকা ৭ শ্রমিকের মধ্যে ৬ জন মারা গেছেন। এর মধ্য আমার ভাগ্নে লিয়ন ফকির ও পার্শ্ববর্তী ইউনিয়নর নাজমুল শেখ রয়েছে। তাঁদের মরদেহ এখনও দেশে এসে পৌঁছেনি। বাকিরা মিশরীয় বলে তিনি জানান।
কবে নাগাদ দেশে আসব তাঁদের লাশ, সে বিষয়ে জানেন না পরিবার। তবে, লাশ দুটি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহোযাগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম খুদরত এ-খুদা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনও আমাদের জানায়নি। তবে লাশ দেশে আনার ক্ষেত্রে পরিবার দুটি সাহায্য চাইলে সেক্ষেত্রে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।