• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বিহারী ক্যাম্পের কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সিটি মেয়র

করোনা মোকাবেলায় সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে

খুলনা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (মঙ্গলবার) সকালে খুলনার খালিশপুর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে খালিশপুরের বিহারী ক্যাম্পের প্রায় এক হাজার কর্মহীদের মাঝে আট কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী বিতরণের সুষ্ঠু পরিবেশ দেখে সচিব সন্তোষ প্রকাশ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, কারোনভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। তিনি করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা সিটি মেয়র একই স্থানে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় বিহারী ক্যাম্পের প্রায় এক হাজার কর্মহীন মানুষের মাঝে শাক, লাউ, করল্লা ও ঢেঁড়শসহ খাদ্যসামগ্রী বিতরণ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।