চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন এলজিইডি দপ্তরের নৈশ প্রহরী মোঃ কাউছার বিশ্বাস (৫৭) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে ফিরে আসেনি। প্রায় এক ঘন্টা পর খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাঃ প্রিন্স মাহমুদ তাকে মৃত্যু ঘোষনা করেন।
জানা যায়, নৈশ প্রহরী মোঃ কাউছার দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সে বেশী হাটা চলা ফেরা করতে পারতো না। উপজেলা পরিষদের পাশে বিএস ডাঙ্গী গ্রামে একটি ভাড়া বাড়ীতে সে বসবাস করতো। ঘটনার দিন বাসার পাশে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর আর উঠেনি। পরে স্থানীয়রা উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরী দল তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।
ধারনা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নামার পর নৈশ প্রহরী মোঃ কাউছার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। নৈশ প্রহরী মোঃ কাউছার মাগুরা জেলার সদর উপজেলার আকবর বিশ্বাসের ছেলে। সে বিগত প্রায় ২০ বছর ধরে উপজেরা এলজিইডি দপ্তরের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন বলে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-২৮/৯/২০২৩খ্রি