• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে

সদরপুরে ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪১ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে ইলিশ প্রজনণ সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪০ জেলেকে ১০ দিন ও ১ জেলেকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে ১ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গল ও বুধবার ভোররাতে পদ্মা- আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট আসাদুর রহমান।

অভিযান শেষে আদালতে অসাধু জেলেদের এই সাজা দেওয়া হয়। কারাদন্ডপ্রাপ্তরা উপজেলার চরনাছিরপুর, দিয়ারা ইউনিয়নের বাসিন্দা। দন্ড শেষে তাদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গল ও বুধবার ভোররাতে নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ ধরার সময় এসব জেলেদের আটক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন,সদরপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার। অভিযানে সহযোগিতা করেন সদরপুর থানা পুলিশ। অভিযান থেকে ফিরে চন্দ্রপাড়া ট্রলারঘাটে অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।