• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, পরিবেশ রক্ষা, সরকারি আদেশ পরিপালন বিষয়ে পর্যালোচনা করা হয়। সোমবার ২৮ অক্টোবর সকাল ১০ টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঊপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) রুবানা তানজিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোতালেব হোসেন, আবাসিক প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানি, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান (বদু কাজী), জামায়াত ইসলামী সদরপুর থানা আমীর মোঃ দেলোয়ার হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলার সকল ইউ,পি চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিভিন্ন বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। এ প্রসঙ্গে নির্বাহী অফিসার আল মামুন আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মুল করতে হবে। তিনি ভূমি অফিসের খাজনা অনলাইনে দেয়া, বাল্য বিয়ে, ইলিশ অভিযান সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মোঃ নুরুল ইসলাম,
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
মোবাইলঃ
তারিখঃ ২৮/১০/২০২৪ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।