• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
দিনাজপুর জেলার সরকারি আইন কর্মকর্তাদের পক্ষ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমেদ ভূঞা এর বিদায় সংবর্ধনা

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ গতকাল ২৭ মার্চ রবিবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার সরকারি আইন কর্মকর্তাদের পক্ষে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম রবি এর সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমদ ভূঞা। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাজী সাইফুল ইসলাম এর সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) মুহম্মদ নূরুল ইসলাম, স্পেশাল পিপি শামসুর রহমান পারভেজ, অতিরিক্ত পি পি মোহাম্মদ তোহা, অতিরিক্ত পিপি বীর মুক্তিযোদ্ধা কাজেম উদ্দিন আহমেদ, এপিপি সলিমুল-াহ সেলিম, অতিরিক্ত জিপি প্রফুল- কুমার রায়, অতিরিক্ত পিপি মিন্টু
কুমার পাল, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান মন্ডল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিএম তরিকুল কবির, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মঈন
উদ্দিন সিদ্দিকী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ট রায়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য বিচারকবৃন্দ ও জেলার সকল সরকারি আইন কর্মকর্তাবৃন্দ।
জেলা জিপি শীপের পক্ষ থেকে বিজ্ঞ জিপি মুহম্মদ নূরুল ইসলাম এবং পিপি শীপের পক্ষ থেকে বিজ্ঞ পিপি রবিউল ইসলাম রবি ও স্পেশাল পিপি শামসুর রহমান পারভেজ সহ
অন্যান্য আইন কর্মকর্তাগণ বিদায়ী অতিথিকে ফুল, ক্রেস্ট এবং স্বণের্র শাপলা প্রদান করেন।
বিদায়ী বক্তব্যে জনাব আজিজ আহমেদ ভূঞা বলেন, আমি সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
উলে-খ্য যে, দিনাজপুরে সিনিয়র জেলা দায়রা জজ হিসেবে তিনি ৩ বছর ১০ মাস সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দিনাজপুর থেকে বদলী হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে চট্রগ্রামে বদলী হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।