নাচোলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২টি প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী হাটে আজ ব্রহস্প্রতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি মুদিখানার দোকানের মালিককে মেয়াদ উত্তীর্ণ (স্প্রাইট) কোমল পানীয় রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুদি দোকানদার মির্জাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আঃ লতিফ(৩২)কে ১হাজার ও কুমারপুর গ্রামের জসিমুদ্দিনের ছেলে উসমান আলীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা।