ছবিঃ বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখছেন ইউএনও পূরবী গোলদার।
ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা দরবার হল সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন । মেলা উপলক্ষে উপজেলার ০৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।