মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুরে আলোকচিত্র প্রর্দশনের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন থেকে শুরু করে উদ্বোধনের দিন পর্যন্ত সম্পুর্ন
ইতিহাস তুলে ধরেছে আলোকিত সোনার মানুষ হতে চাই নামক
একটি সংগঠন।
সোমবার (২৭ জুন) রাত ১১টায় শহরের লক্ষিপুর এলাকায় ফিতা কেটে মাসব্যাপী এই আলোকচিত্র প্রর্দশনীর উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা। এ সময় পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিল মতিউর রহমান শামিম, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামন কাফি, সাঈদ উদ্দীন আহমেদ, বিকাশ সরকার মিঠু, শহর স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক এটিএম জামিল তুহিন, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সৈয়দ রজব উদ্দিন আহমেদ হিরন, ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম জাকির হোসেন মিলন,হেলাল উদ্দিন আহমেদ, দীপন কুমার ঘোষ,অসিম কুমার মালো ও আলোকিত সোনার মানুষ হতে চাই ফরিদপুরের সভাপতি মোঃ মনিরুল আহসান লিমন, সাধারন সম্পাদক আবুল কালাম সিদ্দিকী ডাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় আলোকিত সোনার মানুষ হতে চাই ফরিদপুরের সভাপতি
মোঃ মনিরুল আহসান লিমন জানান, পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর
স্থাপন থেকে শুরু করে উদ্বোধনের দিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা, সাহসী নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, স্বপ্নের পদ্মা সেতুর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল ও সাহসী প্রদক্ষেপ এই প্রদর্শনিতে তুলে ধরা হয়েছে।
মাস ব্যাপী এই আলোচিত্র প্রদর্শনীর দিন রাত ২৪ ঘন্টাই সবার জন্য উন্মুক্ত থাকবে।