নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ৮নং কৃষ্ণনগর ইউনিয়নে সরকার প্রদত্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে গ্রামীন দু:স্থ্য মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তামুলক কর্মসূচির (ভিজিডি) চাল ক্রয় বিক্রয় ও নিজ দখলে রাখার অপরাধে ইউনিয়নের চাল ব্যাবসায়ী দেলোয়ার ওরফে দেলো সরদার নামে এক ব্যাক্তিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
এই ব্যাপারে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ ৭ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েল করে যাহার নং- ৭৫, তাং- ২৭/১১/২৫।
মামলার সূত্রে জানা যায়, গত (২৬ নভেম্বর) বৃহস্পতিবার কৃষ্ণনগর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিডি এর চাল বিতরন কালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম সরকারি সিল গলিত ২২ বস্তা চালসহ দেলোকে আটক করে।
এ সময় মামলার অন্যান্য আসামীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ এম.এ.জলিল জানান, ভিজিডি চালের অনিয়মের সুত্র ধরে ১জন কে আটক করা হয়েছে। তাছাড়া মোট ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু হওয়ায় বাকি ৬ জনকে গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।