বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ গ্রামে লুৎফর রহমান (৫০) নামে এক ব্যক্তি করোনায় (কভিড-১৯) আক্রান্ত্র হয়ে বৃহস্পতিবার (২৮.০৫.২০) দুপুর ২টায় নিজ বাড়িতে মারা গিয়েছে। সে ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে। এর আগে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মুক্তিযোদ্ধা মিলু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত্র হয়ে মারা যায়।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, লুৎফর রহমান ঢাকায় চাকরি করতো। ঈদের দিন রাতে সে বাড়িতে আসে। বাড়ি আসার আগে সে ঢাকাতে নমুনা পরীক্ষা করতে দিয়েছিল। বৃহস্পতিবার তার মৃত্যুর পর করোনা আক্রান্ত্রের পজিটিভ রিপোর্ট বাড়িতে আসে। তার পরিবারের আরও চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, মৃত্যুর খবর পেয়ে সুর্যোগ গ্রামে ছুটে এসেছি। উপজেলা স্বেচ্ছাসেবক টিম নিয়ে লাশ দাফনের প্রস্তুতি চলছে। সুর্যোগ কবরস্হানে লাশ দাফন শেষে খোঁজ-খবর নিয়ে এলাকা লকডাউন করা হবে।