ফরিদপুরের মধুখালী উপজেলার চরমহিষাপুরে গ্রামে মায়ের পরকীয়া প্রেমের জেরে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত শিশুটির নাম কেয়া আক্তার (১৫) শিশুটি মধুখালী মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেণিতে লেখাপড়া করতো। পিতার আবুল কালাম আজাদ, মায়ের নাম বেগম । শিশুটির বাবা বাক প্রতিবন্ধী, দরিদ্র পরিবার রাজমিস্ত্রির জোগান দিয়ে চলত সংসার।
মায়ের সাথে কয়েকদিন যাবত পরকীয়া প্রেম নিয়ে তার মেয়ের সাথে ঝগড়া চলছিল তারই জের ধরে হত্যার করেছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
নিহত মেয়েটির ছোট বোন প্রিয়া( ১০) বলেন, আমার মা মাদারীপুর জেলার শিবচরের রিপন নামে একজনের সাথে মোবাইলে কথা বলতো। রিপন আমাদের বাড়িতে কয়েকবার বেড়াতেও আসছে, আমার মা তাকে মামা শ্বশুর বলে পরিচয় দেন।
ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ফরিদপুরে মেডিকেল এ প্রেরন করা হয়েছে এ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মধুখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোরশেদ রহমান লিমন ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান লিটন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি, এ বিষয়ে মামলা করা হয়েছে ময়নাতদন্তের পর আরো নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি হত্যা।