মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৮/০৯/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদী গ্রামে ২৪ টি আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। রাতের আঁধারে প্রতিবেশী লোকজন শত্রুতা উদ্ধার করতে একাধিক প্রজাতির গাছগুলো কেটে ফেলে। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হীন ঘৃণিত কাজটি করেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মোতালেব মুন্সী। তিনি জানান, আমার প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে একটি বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তি বিষয়টি শালীস বৈঠকের মাধ্যমে সমাধান করে দেয়। এরপরেও প্রতিপক্ষ রিপন শেখ, রাসেল শেখ, রুমান শেখ মিলে মাঝে মধ্যেই আমাদের নানাভাবে হয়রানী করাসহ বাড়ীতে আমার অংশে অবৈধভাবে দখলে আসার চেষ্টা করে। ইতিপূর্বে এলাকার মাতুব্বর গন জমি মেপে প্রত্যেকের সীমানা নির্ধারন করে দিলেও বিবাদীগণ পুনরায় নিজেদের পছন্দমত লোক দিয়ে জমি মেপে আমার লাগানো বিভিন্ন গাছপালা সহ আমার অনুমান ০৩ শতাংশ জমি বেড়া দিয়ে ঘিরে রাখে। সেসময় তারা আমার ৫/৬টি ধরন্ত লেবু গাছ কেটে ফেলে । আমি প্রতিবাদ করলে বিবাদীগণ আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং পুনরায় আমার ক্ষতি করার হুমকি দেয়। গতকাল শুক্রবার রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন তারা আমার লাগানো ১৮টি আমগাছ, ০১টি কাঁঠালগাছ, ০১টি নুনতা ফলগাছ, ০১টি পেয়ারা গাছ কেটে ফেলেছে ।
আজ শনিবার দুপুরে আমি একটি লিখিত অভিযোগ থানায় দিয়েছে।