ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে এক লক্ষ টাকার অনুদান দিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মহসিন শরীফ
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর প্রেসক্লাবকে এক লক্ষ টাকার অনুদান দিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহসিন শরীফ।
তিনি আজ ২৮ নভেম্বর রবিবার সন্ধায় ফরিদপুর প্রেসক্লাবে এসে এক লক্ষ টাকার চেক ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকির হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, শফিকুল ইসলাম মনি, আসাদুল হক আসাদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মনির হোসেন, রেজাউল করিম, সাঈদ আলী হোসেন নান্নু, মানিক কুমার দাস , বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হাওলাদার প্রমূখ
তিনি সাংবাদিকদের সকল কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।