বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগ নগরকান্দা ক্রিকেট ক্লাব ফাইনালে
মানিক কুমার দাস,ফরিদপুর
শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগে ফাইনালে উঠেছে নগরকান্দা ক্রিকেট ক্লাব।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তারা তারার সংঘ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে তারার সংঘ দল ১৪১ রান সংগ্রহ করেন। দলের পক্ষে রাসেল ৫২ রান করে।
নগরকান্দা ক্রিকেট ক্লাব এর পক্ষে চঞ্চল ৫, নান্টু ৩ অধিনায়ক শামসুল হুদা হুদু ১ টা এবং জামাল ১ উইকেট লাভ করে ।
জবাবে নগরকান্দা ক্রিকেট ক্লাব ১ উইকেট হারিয়ে ১৪২রান সংগ্রহ করে এবং ৯ উইকেট এর বড় ব্যবধানে জয় পায়।
দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ৬৩ রান করে।
প্রতিযোগিতায় অপর সেমিফাইনালে আগামীকাল টিকে স্পোর্টস খেলবে লিভারপুল ক্লাবের বিপক্ষে।