• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
ভাঙ্গায় অবৈধ বালুর ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

মোঃ রমজান সিকদার,ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী ২০২২ ইং
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের কুমার নদী থেকে সোমবার সন্ধ্যায় অবৈধ বালু উত্তোলন ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিম উদ্দিন খান রুবেল জানান, বেশ কিছুদিন ধরে কুমার নদীতে অবৈধ বালুর ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে নদীর পাড় ক্ষতিগ্রস্ত করে বালুর ব্যবসা করে আসছিল একটি মহল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শন করে অবৈধ বালু উত্তোলন ড্রেজার মেশিনটি ধ্বংস করে ফেলা হয়। এসময় প্রশাসনে কর্তা ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। আগামীতে নদীর পাড় নষ্ট করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে ।জানা যায়, হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন মোল্লা বাড়ির সামনে একটি অবৈধ বালু উত্তোলন কারী ড্রেজার মেশিন বসিয়ে চেয়ারম্যানের নিকট আত্মীয় পরিচয় দিয়ে বালু উত্তোলন করে আসছিল । একইসাথে বালু ব্যবসা করছিল। এলাকাবাসী বাধা দিলে বালি উত্তোলনকারীরা উল্টো হুমকি-ধামকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। বিষয়টি প্রশাসনের কানে পৌঁছালে আজ প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে অবৈধ ড্রেজার আগুন লাগিয়ে দেয়। এতে করে এলাকাবাসী প্রশাসনের ভূয়শী প্রশংসা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।