মোঃ ইনামুল হাসান মাসুম, ফরিদপুর:
“এসো হাতে হাত ধরি, স্বেচ্ছাসেবী মানুষ গড়ি” শ্লোগান ধারণ করে ফরিদপুরে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী জেলার সদরের ধুলদি ফ্যান প্যারাডাইস পার্কে জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ মিলন মেলা হয়। এতে জেলার ৬২টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রতিটি সংগঠনের কার্যক্রম বেগমান করার লক্ষ্যে এবং একে অপরের কার্যক্রম শেয়ার ও পরিচিতি লাভের জন্য এ মিলন মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
সকাল ১০টায় প্রতিটি সংগঠনের ও সদস্যদের পরিচিতি’র মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব। এ সময় উঠে আসে প্রতিটি সংগঠনের বিভিন্ন কার্যক্রম।
যেসকল সেবা মূলক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে; উল্লেখ্য আমরা করবো জয়, উৎস ফরিদপুর, স্বপ্নতরী, রেডিও ফরিদপুর, ঘুরিফিরি ফরিদপুর, ফরিদপুর সিটি পেজ, ছায়ানীড় পরিবার, হ্যালো ফরিদপুর, কিং কারাতে বাংলাদেশ, নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাব, মানবিক সংগঠন সদরপুর, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুর, হিমু পরিবহন, আলোকিত ফরিদপুর, উই কেয়ার, তরুছায়া ফাউন্ডেশন, বিডি ক্লিন ফরিদপুর, নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন, মুক্ত সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন ফরিদপুর সহ আরো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে অনেক সংগঠনই জেলার অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্ত সংগ্রহ করে রক্তদান, যেকোনো দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো, চিকিৎসা খরচ চালানো অস্বচ্ছল পরিবারের পাশে দাড়ানো, গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানোসহ বিভিন্ন কার্যক্রম করে থাকেন। কেউ মৃত মানুষের দাফন-কাফনের ব্যবস্থা করা, দাঙ্গা প্রবনতা বন্ধে মানুষের মাঝে সচেতনতা নিয়ে কাজ করা, বাল্যবিবাহ রোধে সচেতনতা নিয়ে কাজ করে থাকেন বলে জানানো হয়।
এছাড়া ফরিদপুরের ইতিহাস ঐতিহ্যকে মানুষের মাঝে তুলে ধরা, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে কয়েকটি সংগঠণ কাজ করে থাকেন বলে জানানো হয়। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ মিলনমেলা।