ফরিদপুর বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগে সফিউদ্দিন স্মৃতি সংঘের টানা দ্বিতীয় জয়
ফরিদপুর বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগে সফিউদ্দিন স্মৃতি সংঘের টানা দ্বিতীয় জয়
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে সফিউদ্দিন স্মৃতি।
আজ ২৮ নভেম্বর রবিবার বিকেলে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ ফরিদপুর মুসলিম মিশন কে ৩-০; গোলের ব্যবধানে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে হৃদয় দুটি এবং আবির একটি গোল করেন।
গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, আবির হোসেন, হৃদয় হোসেন। চতুর্থ রেফারি মিনার বিশ্বাস।
প্রতিযোগিতায় সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে লক্ষ্মীপুর যুব সংঘের বিপক্ষে।
চলতি লীগে এটা দু’দলের দ্বিতীয় ম্যাচ।