• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
সালথার কামদিয়া মসজিদ ও মাদ্রাসা ভাঙার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সালথা থানাধীন ডাঙ্গা কামদিয়া মসজিদ ও মাদ্রাসা ভাঙার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

আহলে হাদিস ও সত্যের অন্বেষণের উদ্যোগে সৈয়দ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জামাল হোসেন, দেলোয়ার হোসেন, ইয়াকুব আলী, পাগলা বাবলু খান, আব্দুল হামিদ, আব্দুল হালিম, আব্দুল মালেক, মোঃ ইয়াকুব। সঞ্চালনা করেন মোহাম্মদ বাকি বিল্লাহ খান পলাশ।
সভায় বক্তারা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন,একই সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন ইসলাম শান্তির ধর্ম । আহলে হাদিস কোন সংগঠন না তারা কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনায় বিশ্বাসী।
পরে মাদ্রাসা পুননির্মাণে এ সরকারের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেন। একইসাথে প্রতিষ্ঠানটা যাতে আগের মতো চলতে পারে এবং ছাত্ররা যাতে নিরাপদে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে এজন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য গত ১৮ নভেম্বর সকালে একদল বিপথগামী মানুষ উক্ত মসজিদ ও মাদ্রাসা ভাঙচুর করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।