হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ- ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষনার আওতায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম আগ্রহী প্রার্থীদের মধ্যে মিতরণ করা হয়েছে।
২৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষনা মোতাবেক ২৮ নভেম্বর রোববার সকাল ১০টায় মধুখালী রেলগেস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলার ৪টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামীলীগের মনোয়ন ফরম আগ্রহীদের মধ্যে বিতরণ শুরু য়েছে ।
উপজেলার যে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ৫নং রায়পুর, ৯ নং জাহাপুর, ২নং বাগাট ও ১ নং কামারখালী ইউনিয়ন পরিষদ। যারা দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করলেন রায়পুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোাঃ মোতালেব হোসেন মৃধা,উপজেলা কৃষকলীগ সহসভাপতি ওয়াদুদ খান বাদশাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আরিফুর রহমান লাভলু ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। জাহাপুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান মোল্যা মোঃ ইসহাক হোসেন,সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল হক বাচ্চু,বাগাট ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা,ইউসুফ হোসেন মোল্যা ও মোঃ জালালউদ্দিন। কামারখালী ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বাবু বিশ্বাস,সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, মোঃ মনিরুজ্জামান চৌধুরী, মোঃ মাহাবুব হোসেন টোটু,ইনামুল হক মাহাবুব। দলীয় মনোয়ন ফরসম বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত)রতন কুমার বিশ্বাস,সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া,তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন,সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও সহপ্রচার সম্পাদক রেজাউল হক তুহিন। ৫ম ধাপে এ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ জানুয়ারী ২০২২খ্রিঃ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।