• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুর প্রেসক্লাবের ‌ কার্যনির্বাহী কমিটির ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি কবির সম্পাদক পিয়াল

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর প্রেসক্লাবের ‌ কার্যনির্বাহী কমিটির ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের ‌ বর্তমান সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‌ মাহবুব হোসেন পিয়াল।
আজ শনিবার ফরিদপুর প্রেস ক্লাবে এই নির্বাচন ‌ অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে বেলা একটা পর্যন্ত এই নির্বাচনে ক্লাবের সদস্যরা তাদের মূল্যবান ভোট প্রদান করেন। বিকেলে বিজয়ীদের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৩ জন এবং ৮৭ জন ভোটার ‌ নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করেন।
নির্বাচনের ভোট প্রয়োগের শতকরা হার ৯৩,৫ শতাংশ।
নির্বাচনে সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‌ বর্তমান সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী।নিকটতম প্রতিদ্বন্দ্বি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সঞ্জীব দাস (প্রাপ্ত ভোট ৫২),মোঃআশরাফুজ্জামান দুলাল
(প্রাপ্ত ভোট ৪৯),ও শেখ মনির হোসেন (প্রাপ্ত ভোট ৪৬)

সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহাবুব হোসেন পিয়াল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ‌ ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ মফিজুর রহমান শিপন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার জাহিদ পেয়েছেন ৩৬ ভোট।
অর্থ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খন্দকার আলী আরশাদ কাজল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‌ শাহাদাত হোসেন তিতু পেয়েছেন ৩৬ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম জাহিদ (প্রাপ্ত ভোট ৫৭), মানিক কুমার দাস (প্রাপ্ত ভোট ৫৩),এস এম রুবেল (প্রাপ্ত ভোট ৫০),মোহাম্মদ জাহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৮), বিকে সিকদার সজল (প্রাপ্ত ভোট ৪৮),রুহুল আমিন (প্রাপ্ত ভোট ৪২)।
ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন দপ্তর সম্পাদক পদে এস এম মাসুদুর রহমান তরুণ, প্রচার ও সম্পাদক হিসেবে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদের পদে বিভাষ দত্ত, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক হিসেবে মুইজজূর রহমান রবি এবং ক্রীড়া সম্পাদক হিসেবে শ্রাবণ হাসান।
আসন্ন এই প্রেসক্লাব নির্বাচনে ‌ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ‌ প্রেসক্লাব সদস্য এম এ সালাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জুয়ারা স্বপ্না ও হাসানুজ্জামান।
এদিকে নির্বাচনকে ঘিরে সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। খুবই আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন জয়লাভের পরে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।