মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-
ফরিদপুর উদয়ন সংঘ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বৃহস্পতিবার রাতে ৩ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে জিতে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে আলিপুর যুব সংঘ,স্কাই মিডিয়া ও ইকবাল স্মৃতি।
এদিন খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের কার্যকরী পরিষদ সদস্য মাহফিজুর রহমান বিকু, যুগ্ম সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, কার্যনির্বাহী সদস্য ধীমান চক্রবর্তী মন্টু, ও শেখ শাহিন।
প্রতিযোগিতার সবকয়টি খেলা হয়েছে ২ সেটে।
এতে প্রথম খেলায় আলিপুর যুব সংঘ ১৫-৮, ১৫-১ পয়েন্টে শহীদ সুফি সমাজ কল্যাণ সংস্থাকে, দ্বিতীয় খেলায় স্কাই মিডিয়া দল ১৫-০৭, ১৫-১২ পয়েন্টে সৌরভ এন্টারপ্রাইজ কে এবং শেষ খেলায় ইকবাল স্মৃতি ১৫-৮,১৫-৬ পয়েন্টে অগ্নিবীণা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়।
উল্লেখ,এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বৈশাখ নিউজ.কম