• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
সালথায় বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার মেশিন জব্দ

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সরকারি বিল থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে চারটি অবৈধ ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করেছে প্রশাসন। সোমবার ( ২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের কাজলডাঙ্গা বিল থেকে এসব ড্রেজার মেশিন জব্দ করা হয়। এদিকে অভিযান পরিচালনার আগেই দূর থেকে ইউএনওর গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যান ড্রেজার মালিকরা।

সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। আমরা মাঝে মাঝে অভিযান চালিয়ে আইনী ব্যবস্থা নিয়ে থাকি।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এর মধ্যে কাজলডাঙ্গা বিল থেকে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে আমাদের গাড়ি দেখে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৮ অক্টোবর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।