• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কারাবন্দিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মাদক বিরোধী আলোচনা সভা

ছবি প্রতিকী

কারাবন্দিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বেলা ১১ টায় ফরিদপুর জেলা কারাগার অভ্যন্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সভায় সভাপতিত্ব করেন জেল সুপার আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম আলী আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এন মইনুল আহসান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন।

সভায় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কোন ব্যক্তিই একাকী নন, তার সাথে পুরো পরিবার থাকে। যদি কেই মাদক সেবন বা ব্যবসা করে তাহলে তার প্রভাব পড়ে পুরো পরিবারের উপর। একজন মাদক সেবীর কারনে পুরো পরিবারটি ধ্বংসের দিকে ধাবিত হয়। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আজ আপনার কারনে আপনার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান পরিজন কষ্ঠ পাচ্ছে। তারা সমাজে মাথা উচু করে দাড়াতে পারছে না। আবার একজন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামীর কারনে তার সন্তানরা নানারকম অভাবে পড়ে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারছে না।

তাই পরিবার ও দেশের কথা চিন্তা করে মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে দূরে থাকতে হবে। সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে হবে। আলোচনা সভায় ফরিদপুর জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্তরা উপস্থিত ছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।