নুরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় দেশীয় অস্ত্র সমর্পণে অনুপ্রানিত করতে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের
আয়োজনে শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে পুরাপড়া ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গা স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে ঘরে থাকা অস্ত্র জমা দেওয়ার বিকল্প নেই। শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যাদের ঘরে অস্ত্র মজুদ রয়েছে, তারা অস্ত্রগুলো প্রশাসনের নিকট জমা দেন। লাবু চৌধুরী উপস্থিত গ্রাম্য মোড়লদের হুশিয়ারি করে দিয়ে আরো বলেন, আমি কোনো অপরাজনিতিকে প্রশ্রয় দেবো না। যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন প্রমুখ। এ ছাড়াও এলাকার গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আগত ইউনিয়নবাসী আর সহিংস কর্মকাণ্ডে না জড়ানোর ঘোষনা দেন। তাদের এই ঘোষনাকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, এ অভিযাত্রা অন্ধকার থেকে দিকে, অনগ্রসরতা থেকে সমৃদ্ধির দিকে ও প্রতিক্রিয়াশীলতা থেকে প্রগতির দিকে।