মধুখালীতে ছাত্রলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উদযাপন
ফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে ।
সোমবার বিকাল ৫ টায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে মধুখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় মির্জা মোজাফ্ফর মার্কেটের দ্বিত্বীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, ছাত্রলীগ কর্মী পারভেজ শরীফ, মির্জা এস্তেয়াক আহম্মেদ প্রান্ত, মির্জা দিশান, মোঃ মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, তাজুল ইসলাম পাপ্পু, বিশ্বজিৎ মন্ডল, প্রমূখ। আলোচনা সভা শেষে এতিমদের মধ্যে খাদ্য বিতরন ও বঙ্গবন্ধুর মোরাল চত্তরে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।