• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সরকারি আদেশ অমান্য করায় সালথা’য় ৫ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় সালথা’য় ৫ জনকে ভ্রাম্যামান আদালতের জরিমানা। জনসমাগম করে সরকারি আদেশ অমান্য করায় এ জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল। সাথে ছিলেন ভ্রাম্যমান আদালতের পেশকার রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে জনসমাগম করায় উপজেলার সালথা বাজারের মুদি দোকানদার টুটুল সাহাকে ১০০০টাকা, সুজন মাতুব্বরকে ৫০০টাকা, উপজেলার সোনাপুর বাজারের দোকানদার খলিল খাঁ কে ১০০০ টাকা জরিমানার করা হয়েছে।

এছাড়াও সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করায় উপজেলার সালথা গ্রামের শাহাদত মোল্যার ছেলে খলিল মোল্যাকে ৫০০টাকা, ভাওয়াল গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়াকে ২০০টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।