• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
নগরকান্দায় খাল থেকে রিকশা উদ্ধার, চালক নিখোঁজ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় খাল থেকে ব্যাটারি চালিত একটি রিকশা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের বালিয়ারটান ব্রিজের নিচে খাল থেকে রিকশাটি উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন এ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাযায়, রবিবার সকালে বালিয়ারটান ব্রিজ সংলগ্ন খালের পাশে রহস্যজনক অবস্থায় অটোরিকশার ৪টি ব্যাটারি ও একজোড়া জুতা পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। আশপাশে কাউকে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ আসলে স্থানীয়দের সহায়তায় খালের পানি থেকে রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আকমান হোসেন জানান, আমরা প্রথমে ব্রিজের পাশে একজোড়া সেন্ডেল ও ঝোপের ভেতরে অটো রিকশার ৪টি ব্যাটারি পড়ে থাকতে দেখি। আশপাশে কাউকে না পেয়ে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে রিকশাটি উদ্ধার করে।
তবে রিকশাটি আমাদের এলাকার কারো পরিচিত না।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিকশাটি উদ্ধার করেছে। গাড়ি চালককে সেখানে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে।

ইতিমধ্যে আমরা রিকশার মালিকের পরিচয় জানতে পেরেছি। রিকশাটি ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকার মনির খান নামের এক ব্যক্তির। এবং রিকশাটি ভাড়ায় চালাতেন সাদ্দাম নামের এক লোক। গতকাল থেকেই রিকশা চালক সাদ্দাম নিখোজ রয়েছে।

শফিকুল খান জনি
২৮ আগষ্ট ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।