• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন।।

স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামে দিনে-রাতে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় হুমকির মুখে বাড়ী -ঘর ফসলি জমি। গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপুর গ্রামে পাঁকা সড়ক সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের মৃত সমছেল মন্ডলের ছেলে লাজু মন্ডল ও তার ভাগ্নে, মন্ডলের ছেলে বাবলু মিয়া দীর্ঘ দিন থেকে আবাদী জমি নষ্ট করে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলন করে ট্রাক,ট্রলি যোগে বালু বিক্রি করে আসছে। দীর্ঘদিন থেকে এমন বালু উত্তোলনে ফসলী জমি ও বাড়ীঘর ভেঙ্গে যাওয়ার আশংকা দেখা দেওয়ায় সচেতন এলাকাবাসী বালু উত্তোলন বন্ধে প্রশাসন সহ সাংবাদিকদের কাছে অভিযোগ করে। এ প্রেক্ষিতে গত সোমবার বিকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরেজমিনে গিয়ে উক্ত বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারন করার সময় বালু দস্যূরা সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে ।এবং আরও কিছু তাদের লোক নিয়ে এসে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন সাংবাদিকরা ক্যমেরা ছিনিয়ে নেয়ার বাঁধা দিলে বাকবিতান্ডা হয়। এবং বালু উত্তোলন করতে আশপাশের বালু উত্তোলনকারীরদের নিয়ে সংবাদ পরিবেশন করলে দেখে নেয়ার হুমকি দেয়।পরে পথচারীরা এগিয়ে এলে বালু দস্যূরা সটকে পড়ে। উক্ত এলাকার বাড়ীঘর ফসলী জমি রক্ষায় বালু দস্যূদের বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।