• ঢাকা
  • রবিবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
সালথা’য় শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় শীতের শুরুতেই শীতার্তদের মধ্যে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রাতের বেলায় কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খাঁন হীরামনি, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক এখতিয়ার লিটন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক রিফাত রিয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী রেজা মোঃ হাসানপ্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শীত কালীন সময়ে চলমান থাকবে। আমরা প্রতিটি অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌছে দিবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।