শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে ভোরের আলো ও ফ্রেন্ডস ক্লাব এর জয়লাভ
শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে ভোরের আলো ও ফ্রেন্ডস ক্লাব এর জয়লাভ করেছে।
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে গতকাল সোমবারের ম্যাচে জয় পেয়েছে ভোরের আলো ও ফ্রেন্ডস ক্লাব। প্রথম ম্যাচে ভোরের আলো দল ১-০ গোলে প্রতিপক্ষ আরিয়ান একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মামুন।
দিনে দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস ক্লাব টাইব্রেকারে ২/১গোলে ফিনিশ একাদশকে পরাজিত করে। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। রেফারি শংকর দাস। এর আগে খেলায় উপস্থিত থাকেন পৌর মেয়র শেখ মাহতাব আলি মেথু।