• ঢাকা
  • শনিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই বিতরণ

এন ইসলাম ঃ করোনার সংক্রমনের ঝুঁকি থেকে চিকিৎসকদের সুরক্ষা ও জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

এই উপজেলায় সংরক্ষিত মোট ২৭ সেট সুরক্ষা সামগ্রী (পিপিই) গতকাল শনিবার (২৮.০৩.২০) দুপুর ২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. খালেদুর রহমানের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও ইউএনও ঝোটন চন্দ।

এ ব্যাপারে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান, এ মূহুর্তে সবচেয়ে বেশী স্বাস্থ্য ঝুঁকিতে থাকা চিকিৎসকদের জন্য দরকারী ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা পেয়েছি। এ সামগ্রীর কারণে আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিন্তে নিরাপদে দিতে পারবো।

ইউএনও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা ঝুঁকিতে যাতে যে কোন ধরনের স্বাস্থ্য সেবা ব্যাহত না হয় এ জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ২৫০ ব্যক্তির উপর সঠিক নজরদারী রাখতে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদেরকেও (CHCP) পিপিই দেওয়া হবে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।