মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে মন্ডল গ্রুপের একটি প্রতিষ্ঠান লাইফ স্টাইল ব্রান্ড ফ্যাশনের ২৭ তম ‘এমব্রেলা’ শোরুমের উদ্বোধন করা হয়েছে।
২৮ মার্চ সোমবার দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় শোরুমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক শামীম কবির, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ, দৈনিক সৃজনীর নির্বাহী সম্পাদক মমিনুল হাসান, এমব্রেলার সহকারী মহাব্যবস্থাপক তানভির আহমেদ, ব্যবস্থাপক মার্কেটিং রুবেল খান, সৃজনীর বার্তা সম্পাদক আছলামুর রহমান মাহবুব। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেষে এমব্রেলা শোরুম পরিদর্শন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ৭ দিন ৩০% ছাড় দেয়া হচ্ছে এই প্রতিষ্ঠানে।
লাইফ স্টাইল ব্রান্ড ফ্যাশনে ছেলে ও মেয়েদের যাবতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে।