• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
নগরকান্দায় দূর্বৃত্তের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় দূর্বৃত্তের হামলায় বাবু মোল্লা (৩৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজার হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চর ছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নগরকান্দা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়সূত্রে জানাযায়, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চর ছাগলদী গ্রামে ফিরছিলেন।

এমতাবস্থায় নগরকান্দা পৌর এলাকার চর ছাগলদী রোডের পাশে পরিত্যক্ত এমো মিয়ার ইট ভাটার সামনে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবু মোল্লার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।